আসাদুর রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার বেলা ১১.৩০ এর পর লালন আখড়াবাড়িতে প্রবেশের প্রধান গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল রাজবাড়ীতে মাজারে হামলাসহ কিছু ইস্যু মাথায় রেখে জেলায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এরই অংশ হিসেবে লালন আখড়াবাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে।
ফকির লালন শাহের আখড়াবাড়ির গেট পার হয়ে ভেতরে ডানপাশে গোলঘরের সামনে কথা হয় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলম হোসেনের সাথে।
লালন আখড়াবাড়িতে পুলিশ মোতায়নের বিশেষ কোন কারণ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, গতকাল রাজবাড়ীতে মাজার কেন্দ্রিক একটি ঘটনা ঘটেছে।
সম্ভবত সেই জায়গা থেকে বাড়তি সতকর্তার কারণে আমাদের পুলিশ লাইন থেকে পাঠানো হয়েছে। এখন থেকে পালা করে রাত-দিন ২৪ ঘন্টা পুলিশ মাজারেরা নিরাপত্তার দায়িত্বে থাকবে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান জানান, কিছু কিছু ইস্যু নিয়ে লালন মাজারে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/