নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে ঢুকার অভিযোগের বিষয়ে ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের কাছে বলেছেন, “রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি। ভোটটা উদযাপন করতে চাই। অভিযোগ করতে চাই না।”
তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, যে তিনি শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে ঢুকেছেন। আবিদুল ইসলাম খান বলেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো কার্ড প্রদান করেনি। ফলে তাকে মেয়েদের হলের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না।
তিনি আরও বলেন, “ভোট উদযাপন হিসেবে নেওয়া উচিত। কোনো নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি করা আমার উদ্দেশ্য নয়।”
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/