জয়পুরহাট প্রতিনিধিঃ যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায়, জেলা ক্রীড়া অফিস জয়পুরহাট এর তত্ত্বাবধায়নে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ আওতায় কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জয়পুরহাট স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতা পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
কারাতে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আকতার চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার , জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার প্রমুখ।
কারাতে প্রতিযোগীয় ১০০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। ৭২ জন কারাতে প্রতিযোগীকে পুরষ্কার প্রদান করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/