আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) কর্তৃক কমিউনিটি রিসোর্স পার্সন(সি আরপি)গনের মাঝে ল্যাপটপ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩.০০ টায় উপজেলা কনফারেন্স রুমে এসডিএফ নওগাঁ জেলার শাখার ব্যাবস্থাপক শরিফুল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী, এছাড়াও এসডিএফ নওগাঁ জেলার জেলা কর্মকর্তা জনাব মো: রুস্তম আলী, ক্লাস্টার কর্মকর্তা জনাব আব্দুল হান্নান, ডাটা এন্ট্রি অপারেটর আবু হেনা মোস্তফা কামাল সহ ক্লাস্টারের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে ২৫ টি গ্রাম হতে আগত ২৫ জন সিআরপি কে ল্যাপটপ প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি বলেন এসডিএফ এর আরইএলআই প্রকল্প সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে,নারীদের আরো আত্মবিশ্বাসী হতে তাদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন তিনি।
এছাড়াও সভার সভাপতি জনাব শরিফুল আজাদ সিআরপি দের উদ্দেশ্য করে বলেন,প্রাপ্ত ল্যাপটপের যথার্থ ব্যবহারের মাধ্যমে গ্রামের সঠিক তথ্য হালনাগাদে আরো দক্ষ হতে হবে।
সুক্ষভাবে কাজ করার দক্ষতা অর্জন করার ব্যাপারে তিনি পরামর্শ দেন।ক্লাস্টার কর্মকর্তা জনাব আব্দুল হান্নান বলেন উপকারভোগিদের জীবনমান উন্নয়নের জন্য এসডিএফ কাজ করে যাচ্ছে,এর ধারাবাহিকতা চলমান থাকবে,কমিউনিটিকে আরো আধুনিক ও শক্তিশালী ও টেকশই কার্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্যই আজকের এই ল্যাপটপ বিতরনের আয়োজন করা হয়েছে,এতে করে উপকারভোগিদের তথ্য সংরক্ষিত থাকবে বলে তিনি মত প্রকাশ করেন।
সভা শেষে লক্ষ্য করা যায় আগত সিআরপিরা ল্যাপটপ পেয়ে বেশ আনন্দিত ও উৎফুল্ল,তারা এই ল্যাপটপ এর সঠিক ব্যবহারের মাধ্যমে এগিয়ে যাওয়ার আশা ব্যাক্ত করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/