আমিনা হোসাইন বুশরা, জাবি প্রতিনিধি: সকল ধরনের জল্পনা কল্পনার বাইরে গিয়ে অবশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। ভোট সম্পন্ন শেষে এখন চলছে ভোট গণনার কাজ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে শুরু হয় ভোট গ্রহণ এবং শেষ হয় বিকেল ৫ টায়। কিছু হলে শিক্ষার্থী বেশি হওয়ায় ভোট গ্রহণ ৫ টার পরেও নেওয়া হয়। ভোট গ্রহণ শেষে এখন বিশ্ববিদ্যালয়ের সিনেট হল কক্ষে চলছে ভোট গণনার কাজ।
এর আগে ভোট গ্রহণের মাঝে বেলা প্রায় পৌনে তিনটায় এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্রদল সমর্থিত প্যানেল ভোট চলাকালীন সময়ে নানান অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরে নির্বাচনকে একপেশে ও পূর্ব পরিকল্পিত আখ্যা দিয়ে ভোট বর্জন করেন।
পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ছাত্র ইউনিয়ন সমর্থিত একটি প্যানেলও একই অভিযোগ এনে জাকসু নির্বাচন বর্জন করেন।
তবে ভোট দিতে আসা সাধারণ শিক্ষার্থী ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ভোটের সময়ে হল কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল ছিল।
পাশাপাশি কোথাও কোনোরকমের অসঙ্গতি তারা দেখেনি। ভোটাররা বলেন, আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করতে পেরেছি।
ভোটের সার্বিক কাজগুলো সিসিটিভির মাধ্যমে তুলে ধরা হয়েছে। কোথাও কোনোরকমের অনিয়ম বা অসঙ্গতি আমরা দেখতে পাইনি।
ভোট বর্জন করা প্যানেলের ভোট বর্জনের ব্যাপারে শিক্ষার্থীরা বলেন, তারা হয়তো তাদের গ্রহণযোগ্যতা বুঝতে পেরেছে। তাই তারা পূর্বেই ভোট বর্জনের নাটক করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে।
ভোট গ্রহণ শেষে অনানুষ্ঠানিকভাবে পাওয়া তথ্য মতে, আল বেরুনী হলে ২১১ ভোটের বিরীতে ১২৫, আ ফ ম কামাল উদ্দিন হলে ৩৪১ ভোটের বিপরীতে ২১৬, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪ ভোটের বিপরীতে ৩১০, নওয়াব ফয়জুন্নেসা হলে ২৮০ ভোটের বিপরীতে ১৩৭, শহীদ সালাম—বরকত হলে ২৯৯ ভোটের বিপরীতে ২২৪, মাওলানা ভাসানী হলে ৫১৪ ভোটের বিপরীতে ৩৮৪, জাহানারা ইমাম হলে ৩৬৭ ভোটের বিপরীতে ২৪৭, প্রীতিলতা হলে ৩৯৯ ভোটের বিপরীতে ২৪৬, বেগম খালেদা জিয়া হলে ৪০৯ ভোটের বিপরীতে ২৪৯, ১০ নং ( ছাত্র) হলে ৫৪১ ভোটের বিপরীতে ৩৮১, শহীদ রফিক—জব্বার হলে ৬৫৬ ভোটের বিপরীতে ৪৭০, বেগম সুফিয়া কামাল হলে ৪৫৬ ভোটের বিপরীতে ২৪৬, ১৩ নং (ছাত্রী) হলে ৫৩২ ভোটের বিপরীতে ২৭৯, ১৫ নং (ছাত্রী) হলে ৫৭১ ভোটের বিপরীতে ৩৩৮ টি ভোট পড়েছে।
এছাড়াও বিশ্ব-কবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০ ভোটের বিপরীতে ২৬১, রোকেয়া হলে ৯৫৫ ভোটের বিপরীতে ৬৮০, ফজিলাতুন্নেছা হলে ৮০৩ ভোটের বিপরীতে ৪৮৯, বীরপ্রতীক তারামন বিবি হলে ৯৮৪ ভোটের বিপরীতে ৫৯৫, ২১ নং (ছাত্র) হলে ৭৩৫ ভোটের বিপরীতে ৫৬৪, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ৯৯১ ভোটের বিপরীতে ৮১০, শহীদ তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ ভোটের বিপরীতে ৭৫২ ভোট পড়েছে।
ভোট গ্রহণ শেষে পরিপূর্ণ নিরাপত্তার সাথে ব্যালট বক্সগুলো বিশ্ববিদ্যালয়ের সিনেট হল কক্ষে নিয়ে আসা হয়। এখন ভোট গণনা চলছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/