শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী ফাজিল মাদ্রাসায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবুল বয়ান মোহাম্মদ সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন দাতা সদস্য ও সাবেক গভর্নিং বডির সদস্য মো. আনছার আলী।
লিখিত অভিযোগে তিনি জানান, গত ৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে উক্ত পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় লিখিত অংশে প্রার্থী ফরিদ উদ জামান উত্তীর্ণ হলেও কম্পিউটার ব্যবহারিক পরীক্ষায় অকৃতকার্য হন।
এ কারণে তৎকালীন গভর্নিং বডির সভাপতি ও সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রায়হান কবির সংবাদ সম্মেলন করে নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করেন।
অভিযোগে বলা হয়, পরীক্ষা বাতিল ঘোষণার পরও অধ্যক্ষ ভুয়া রেজাল্ট শিট তৈরি করেন। এ সময় নিয়োগ বোর্ডের সভাপতি ও সদস্যদের স্বাক্ষর স্ক্যানারের মাধ্যমে নকল করে বসানো হয়।
পরে ওই নথি ব্যবহার করে ফরিদ উদ জামানকে এমপিওভুক্ত করা হয় এবং গত ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকে তিনি বেতন উত্তোলন শুরু করেন।
অভিযোগকারী দাবি করেন, নিয়োগ প্রক্রিয়ায় অধ্যক্ষ প্রার্থীর কাছ থেকে ১৬ লাখ টাকা ঘুষ গ্রহণ করেছেন। এ ছাড়া ৩ ফেব্রুয়ারি ২০২৪ থেকে ২ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত উক্ত প্রার্থীর হাজিরা খাতায় কোনো স্বাক্ষর নেই।
নিয়োগের কোনো তারিখ বা আইন অনুসারে করা হয়নি বলে অভিযোগ করেন।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, “বিষয়টি তদন্তের দায়িত্ব উপজেলা একাডেমি সুপারভাইজারকে দেওয়া হয়েছে।”
মাদ্রাসায় নিয়োগে অনিয়মের বিষয়ে শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট তার বক্তব্য জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম শাহাদত হোসেন সাংবাদিকদের উপর মারমুখি ও আক্রমণাত্বক হয়ে উঠেন।
এ সময় মাদ্রাসায় অনিয়মের বিষয়ে কোন বক্তব্য না দিয়ে উল্টো সাংবাদিকদের উপর মারমুখী আচরণ করেন এবং সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন।
একজন মাধ্যমিক শিক্ষা অফিসারের এমন আচরণে কর্মরত সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম শাহাদত হোসেনের অপসারণ দাবি করেছে সাংবাদিকরা।
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাঘাবাড়ী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল বয়ান মোহাম্মদ সিদ্দিকুর রহমান সংক্ষেপে বলেন, নিয়োগ কবে হয়েছে বা কোন পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল এসব বিষয়ে কিছু বলব না।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/