শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে পুলিশের অভিযানে দেশি ৪০ (চল্লিশ) বোতল দেশি মদসহ রুবেল বাসফোর (৩৭) নামের একজনকে করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর (শনিবার) রাত দেড়টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের নাগরকান্দি গ্রামে এ অভিযান চালিয়ে রুবেল বাসফোরকে ৪০ বোতল দেশি মদসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রুবেল বাসফোর রায়নগর ইউনিয়ন নাগরকান্দি গ্রামের মৃত মনু বাসফোরের ছেলে।
গ্রেতারের সময় রুবেলের বাড়ির খাটের নিচ থেকে ৪০ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, ‘মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে রুবেলকে ৪০ বোতল দেশি মদসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/