সারজিস আলম দাবি করেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচার এমনভাবে হবে যে পৃথিবীর সব স্ট্যান্ডার্ড আইন সেটি মেনে নেবে।
১৪ সেপ্টেম্বর জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ইকোনো কুমিন সেন্টারে এক মতবিনিময়সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স এ সভার আয়োজন করে। সভায় সারজিস বলেন, ‘খুনি হাসিনার বিচার এমন স্ট্যান্ডার্ডে হবে, পৃথিবীর সব স্ট্যান্ডার্ড, সব আইন বিচার হিসেবে মেনে নেবে।
সুতরাং আমরা লোক দেখানোর জন্য খুনি হাসিনার বিচার করব না।’ গণমাধ্যমকে দেয়া বক্তব্যে তিনি আরো বলেন, ‘আইসিটি ট্রাইব্যুনাল আপনার-আমার খায়েশ পূরণের জন্য বিচার করতে চায় না, হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে শেষ করে তাকে ফাঁসিতে ঝোলানো নিশ্চিত করতে চায়।’
সভায় এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীও বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘৭১-এর সংবিধানে মুসলমানদের রক্ত বাদ দেওয়া হয়েছিল।
গত পনেরো বছর কারো মুখে দাড়ি থাকলে, মাথায় টুপি থাকলে, টাখনুর নিচে কাপড় পরলে তাকে জঙ্গি বলে রাস্তায় খুন করা বৈধ করা হয়।
এটা ছিল ভারতের এজেন্ডা। ভারতের একটা ফোর্স বাংলাদেশে ছিল, তাদের মাধ্যমে এই কাজ করা হয়েছে। সেই ফোর্স ছিল আওয়ামী লীগ।’ গণমাধ্যমে দেয়া তার বক্তব্যের মূল অংশ এভাবেই সংগৃহীত হয়েছে।
এসব মন্তব্যে এনসিপি নেতা-সমর্থকরা সরকারের বিরুদ্ধে তীব্র অবস্থান প্রকাশ করেন এবং বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতারা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশে ঘটে যাওয়া অভিযোগগুলো তুলে ধরে দ্রুত ও কঠোর বিচার দাবি করেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/