তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সমাবেশে হাজার হাজার মানুষস অংশ নিয়ে প্রেসিডেন্ট এরদোয়ানের পদত্যাগের দাবি জানিয়েছেন।
১৪ সেপ্টেম্বর তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) বিশাল এ সমাবেশের আয়োজন করে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আঙ্কারার তানদোগান স্কয়ারে সমাবেশে কয়েক লাখ মানুষ অংশ নেন।
লাইভ ফুটেজে দেখা যায়, জনতা তুরস্কের পতাকা এবং দলীয় ব্যানার উড়িয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পদত্যাগের জন্য স্লোগান দিচ্ছে।
গত কয়েক মাসে সিএইচপি-র একাধিক মেয়র এবং শতাধিক পৌর কর্মচারীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে রয়েছেন ইস্তাম্বুলের মেয়র এবং বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মূল প্রতিদ্বন্দ্বী একরেম ইমামোগলু।
সিএইচপি দাবি করেছে, এসব গ্রেফতার এবং অভিযোগ মিথ্যা এবং বিরোধী দলকে দুর্বল করার জন্য পরিকল্পিত।
এ ধরনের অবৈধ অভিযান সরকারের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের পথ সহজ করতে চাচ্ছে।
অবসরে সমাবেশে বক্তব্য রাখেন সিএইচপি নেতা ওজগুর ওজেল। তিনি বলেন, “এই মামলাগুলো রাজনৈতিক।
গ্রেফতার নেতারা নির্দোষ।” তবে এরদোয়ান সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে, তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন এবং সব কার্যক্রম আইন অনুযায়ী সম্পন্ন হচ্ছে।
এদিকে, তুরস্কের কংগ্রেস ২০২৩ সালে করা একটি মামলার রায় বাতিলের জন্য আজ মুলতবি রয়েছে। কংগ্রেস যদি মামলাটি বাতিল করে, সিএইচপি’র নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি দলকে অভ্যন্তরীণ সংকটে ফেলতে পারে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/