শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে স্নিগ্ধ বেকারিকে ৩০ (ত্রিশ) হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৫ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী এলাকায় অভিযোগ পরিচালনা করে স্নিগ্ধ বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য উৎপাদনের অভিযোগে এই ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান।
উক্ত অভিযানে সহযোগিতা করেন ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং পুলিশের একটি বিশেষ টিম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যলয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন,অভিযানকালে দেখা যায় বেকারিটিতে নোংরা ও অস্বাস্হ্যকর পরিবেশ খাদ্য প্রস্তুত করা হচ্ছে।
উৎপাদিত খাদ্য মাটিতে ফেলে রাখা, কেক তৈরির সময় কালিযুক্ত পুরোনো খাবারের কাগজ ব্যবহার, খাদ্যপণ্য নিষিদ্ধ স্যাকারিন মেশানো এবং মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না দেওয়াসহ একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে।
এ সকল অপরাধের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারায় বেকারিটিকে মোট ৩০ (ত্রিশ) হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/