ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাদ্যগুদামের অল্প দূরত্বে একটি দোকান থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১৪০টি বস্তায় প্রায় পাঁচ হাজার কেজি চাল জব্দ করা হয়েছে। খালি অবস্থায় আরও ১৫০টি সরকারি বস্তা পাওয়া গেছে।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের মহাখালপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন।
এ সময় দোকান থেকে ২ শ্রমিককে আটক করে পুলিশ। তাদের নাম শাহা কামাল মিয়া ও জুয়েল মিয়া, দুজনই উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের বাসিন্দা। তারা দোকান থেকে চাল সরিয়ে নিচ্ছিলেন। দোকান মালিকরা হলেন স্থানীয় ব্যবসায়ী মোতাহার মিয়া ও রহমত আলী।
ইউএনও শাহীনা নাছরিন গণমাধ্যমকে জানান, সরকার সম্প্রতি হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে। নাসিরনগরে প্রায় ১১ হাজার উপকারভোগীর জন্য এ চাল বরাদ্দ রয়েছে।
তবে চাল বিতরণ শুরুর আগেই সরকারি সিলমোহরযুক্ত ১৪০ বস্তা চাল এবং আরও প্রায় ১৫০টি খালি সরকারি বস্তা ওই দোকান থেকে উদ্ধার করা হয়েছে।
খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, “আমাদের গুদাম থেকে নিয়মিত ডিলাররা চাল নিয়ে যাচ্ছেন এবং তাদের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। কীভাবে এসব সরকারি বস্তা দোকানে এলো, তা দোকানদার ও সংশ্লিষ্ট ডিলাররা ভালো জানবেন।”
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, “আমি এখনই কিছু বলতে পারছি না। অফিসে এসে বিস্তারিত জানাতে পারব।”
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/