শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। এঘটনায় চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় বগুড়া সদর থানার নারুলী পশ্চিমপাড়া গণকবর এলাকায় পুলিশ ও ডিবির যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার ও চারজন ভিকটিমকে উদ্ধার করে হয়।
১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
গ্রেফতারকৃতারা হলেন- বগুড়ার সারিয়াকান্দি উপজেলাধীন বাশবাড়ী এলাকার মোখলেছুর রহমানের ছেলে আমিনুল ইসলাম বুলবুল(৩৬) এবং বগুড়া সদর উপজেলার নারুলী পশ্চিমপাড়া এলাকার জাফর আলীর ছেলে মোঃ উকিল(৩৮)।
এদের মধ্যে আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে রাজনৈতিক ও মাদক সংশ্লিষ্ট চারটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
বগুড়া জেলা পুলিশ মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান,গত১৫ সেপ্টেম্বর দুপুরে সারিয়াকান্দির নান্দিনার চর এলাকার কুদ্দুস প্রামাণিক আদালতেের কাজ শেষে স্বজনদের নিয়ে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হন।
তাঁর সঙ্গে ছিলেন জামাই মাজম, ভাগিনা কাওছার ও স্বজন রশিদ। অজ্ঞাতনাম কয়েকজন তাঁদেরকে অপহরণ করে অজ্ঞাত স্হানে আটক রাখে এবং মুক্তিপণ হিসাবে দুই লাখ টাকা দাবি করে।
টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ভিকটিমের ছেলে খোরশেদ আলম বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।
যাহার মামলা নম্বর-৬৫,তারিখ ১৫-০৯-২৫ ধারা -৩৬৫/৩৮৫/৪৩ দন্ডবিধি -১৮৬০।
মামলা দায়েরের পর সদর থানা পুলিশ ও ডিবি যৌথভাবে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও ছায়া তদন্তের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৬ টার দিকে অভিযান চালিয়ে বুলবুল ও উকিল নামের দুইজনকে গ্রেফতার করা হয়।
পরে তাঁদের দেখানো মতে সন্ধ্যা সোয়া ৬টার দিকে চারজন ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।
তিনি আরও বলেন,গ্রেফতারকৃতের আজ মঙ্গলবার ১১টার পর আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/