শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় বিউটি পার্লারে কাজের অন্তরালে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলেন দুই নারী।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বগুড়া শহরের নামাজগড় এলাকার মনসুর রহমানের পাঁচতলা ভবনের দ্বিতীয় তলা থেকে দুই নারীকে গ্রেফতার করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরতলীর কৈচড় এলাকা থেকে আরেক সহযোগীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস।
এই ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন– আর্জিনা বেগম (৩৫), রিমা খাতুন (২৮) ও আবু দারদা ওরফে সজিব (৩১)।
ডিবি পুলিশের কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, আর্জিনা বেগম স্বামী দেশের বাইরে থাকায় মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকেন।
তিনি কৈচড় এলাকায় রিমা খাতুনের সঙ্গে বিউটি পার্লারে কাজ করতেন। গোপন সূত্রে জানা যায় ওই পার্লারে কাজের আড়ালে তারা সজিবের মাধ্যমে ইয়াবা বিক্রি করতেন।
এমন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় অভিযান চালুয়ে তাদের বাসা থেকে দুই হাজার চারশত পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই নারী জানিয়েছে, সজিবের কাছ থেকেই তারা ইয়াবা সংগ্রহ করে বিক্রি করতেন।
এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার দুপুরের পর তাদেরকে কোটে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/