আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে গেল প্রথম চালানে ৩৭ দশমিক ৪৬ মেট্রিক টন ইলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে করে ওই চালান ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল বন্দরে পাঠানো হয়।
বেনাপোল বন্দরের পরিচালক মো. শমীম হোসেন এ তথ্য জানান।
বন্দরের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান (ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল) এই চালান আমদানি করেছে। আর বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি করেছে পাঁচটি প্রতিষ্ঠান (সততা ফিশ, স্বর্ণালী এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং)।
দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার এ বছর ভারতে মোট ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী, ৩৭টি প্রতিষ্ঠান এই রপ্তানি করতে পারবে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে মোট ৭৫০ টন, নয়টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে মোট ৩৬০ টন, দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে মোট ৪০
টন ইলিশ।
বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টিন অফিসার সজীব সাহা বলেন, 'বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতি কেজি ইলিশের রপ্তানিমূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার। এ রপ্তানি কার্যক্রম আগামী ০৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে হবে।
ভারতে সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরই বাংলাদেশ থেকে উপহার হিসেবে এই ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার। পূর্ববর্তী বছরগুলোর মতো এবারও সে ধারা অব্যাহত রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/