শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক চেকপোস্টে পৃথক অভিযান ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৭ সেপ্টেম্বর (বুধবার) দুপুর আড়াউটার দিকে বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্হ মির এন্ড রুবেল এলপিজি অটো গ্যাস স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় মোঃ মমিনুল রহমান (২৫) কে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মমিনুর রহমান নীলফামারীর জেলার ডিমলা থানার ঝিঞ্জিরপাড়া টেপখরিবাড়ি এলকার মোঃ নুরুজ্জামান এর ছেলে।
এরপর আবারও এক ঘন্টা পর,একই স্হানে বিকেল সাড়ে ৩টার সময় এক অভিযানে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ মামুনউদ্দিন (২৫) নামের এক জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মানুনউদ্দিন পাবনা জেলার থানা ঈশ্বরদী পৌরসভার ১বং ওয়ার্ড (ওয়াকফ মসজিদের পাশে) রহিমপুর গ্রামের মৃত-ছবির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, আটক মমিনুল ও মামুনউদ্দিন দুইজনকে মোট ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/