শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে খাদ্য বান্ধব কর্মসূচির চালের সরকারি বস্তা বদল করে পাচারের সময় জনতার হাতে আটকের পর গোডাউন সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
১৯ সেপ্টম্বর (শুক্রবার) দুপুরে বগুড়া আদমদীঘি উপজেলা সদরের ব্রিজ মোড়ে তালুকদার শপিং কমপ্লেক্সের একটি গোডাউন থেকে ১১৯ বস্তা চাল জব্দ ও গোডাউন সিলগালা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা।
স্থানীয় ও ভ্রাম্যামান আদলত সূত্রে জানাগেছে, আদমদীঘি ব্রিজের মোড়ে উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকিন তালুকদার মুক্তার মালিকানাধীন তালুকদার শপিং কমপ্লেক্সের গোডাউন ভাড়া নিয়ে হত দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্য বান্ধব কর্মসূচির মাধ্যমে চাল বিতরণ করছিলেন দুলাল হোসেনের স্ত্রী ও ডিলার সাহিদা বেগম।
কিন্তু তিনি চালগুলো দরিদ্র মানুষের মাঝে বিক্রি না করেই ওই গোডাউন থেকে সরকারি বস্তা বদল করে চালগুলো পাচার করছিলেন।
শুক্রবার দুপুরে দুটি চার্জার ভ্যানযোগে ৩৩ বস্তা চাল পাচারকালে স্থানিয় জনতা চালগুলো আটক করেন।
পরে ওই গোডাউনে ভ্রাম্যামান আদলত অভিযান চালিয়ে সরকারি বস্তা বদল করে প্লাষ্টিকের ৩৫ বস্তায় রাখা ১হাজার ৭৫০কেজি এবং সরকারি চটের বস্তায় রাখা ২হাজার ৫৫০কেজি চাল জব্দ করে। সেই সাথে ৩৩বস্তায় ১হাজার ৬৫০কেজি চাল আটক করে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদে রাখা হয়।
বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান জানান, বস্তা বদল করে সরকারি চাল পাচারের ঘটনায় তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ডিলার বাতিলসহ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/