মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক শনিবার দিনটি আপনার কেমন যাবে।
মেষ : কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পেতে পারেন। স্বার্থের পরিপন্থী কারো অনুরোধ রক্ষা করতে হতে পারে। ভুল সিদ্ধান্তে বিপর্যয় আসবে। দ্বিধাদ্বন্দে না থেকে প্রয়োজনীয় বলিষ্ঠ সিদ্ধান্ত নিন। শরীর ভালো রাখুন।
বৃষ : কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়বে। অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। আর্থিক যোগাযোগ শুভ। সামাজিক অনুষ্ঠানে অংশ নিন, এতে আপনার শরীর ভালো থাকবে।
মিথুন : ঘর-পরিবার নিয়ে কিছুটা ব্যস্ত থাকতে পারেন। আর্থিক বিষয়ে দুশ্চিতা কমবে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। প্রিয়জনের জন্য উদ্বেগ থাকতে পারে। বকেয়া আদায়ে সচেষ্ট হোন। নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান।
কর্কট : কোনো শুভপ্রচেষ্টার জন্য দিনটি অনুকূলে। বর্তমান পরিস্থিতি পরিবর্তনের সুযোগ আসবে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হবে। সমস্যা সমাধানে অন্যের সহযোগিতা পাবেন। কাজে কৌশলী হতে হবে।
সিংহ : আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আসবে। সামাজিক কাজে অংশীদার হতে পারেন। দিনটিকে ভালো করতে আপনি আপনার লুকানো গুণাবলি ব্যবহার করুন। একাগ্রতার সঙ্গে কাজ করলে সফলতা পাবেন।
কন্যা : কর্মক্ষেত্রে কিছু ইতিবাচক সংবাদ পাবেন। নিজের কাজে অন্যকে খুশি করতে পারবেন। বকেয়া আদায়ে অগ্রগতি হবে। পুরনো সমস্য কাটিয়ে উঠতে পারবেন। কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হবে। প্রার্থনায় শান্তি পাবেন।
তুলা: প্রত্যাশিত কাজে কিছু ঝামেলা দেখা দিতে পারে। অহেতুক ব্যয়ের কারণে চাপ থাকতে পারে। গুরুদায়িত্ব গ্রহণে অনীহা আসতে পারে। সময়োচিত সিদ্ধান্ত কাজে সফলতা আনবে। পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন।
বৃশ্চিক : কোনো আশা পুরণ হতে পারে। অর্থ উপার্জনের সুযোগ আসবে। শুভ সংবাদে আশাবাদী হবেন। কর্মক্ষেত্রে সুনাম বজায় থাকবে। কোনো বন্ধুর সহযোগিতায় কাজে অগ্রগতি হবে। কাজে কৌশলী হলে সফল হবেন।
ধনু : কোনো শুভ কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা। পদস্থ ব্যক্তির আনুকূল্য পেতে পারেন। ব্যাবসায়িক বকেয়া বিল আদায়ে চেষ্টা সফল হতে পারে। দূরদৃষ্টির সঙ্গে অর্থের সদ্ব্যবহার করুন। স্পর্শকাতর বিষয়ে ধৈর্য ধরুন।
মকর: কোনো প্রচেষ্টার অগ্রগতি হবে। বিদেশ থেকে ভালো সংবাদ পেতে পারেন। জীবনে চলতে থাকা অশান্তির মধ্যে নিজের জন্য পর্যাপ্ত সময় বের করুন। স্বাস্থ্যের প্রতি যত্নশীল হোন। মন ভালো রাখুন।
কুম্ভ : কোনো কারণে কাজে অগ্রগতি ব্যাহত হতে পারে। কাছের কেউ অসুস্থ থাকতে পারে। কল্যাণমূলক কাজে আনন্দ পাবেন। সংকল্পের দৃঢ়তা অগ্রগতির পথে সহায়ক হবে। সব কাজ বিচক্ষণতার সঙ্গে করুন।
মীন : সামাজিক যোগাযোগ বাড়বে। যৌথভাবে কোনো কাজ করার জন্য ভালো সময়। ব্যবসার জন্য বাড়তি অর্থের প্রয়োজন হতে পারে। যেকোনো কাজ যত্ন সহকারে করার চেষ্টা করুন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/