জয়পুরহাট প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে পিআর পদ্ধতিতে। জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে।
আগামীকাল নির্বাচন হলেও জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে। তবে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
দেশে আওয়ামী স্টাইলে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না। জনগন এটা মেনে নেবে না। এ জন্য প্রায় ৪০ হাজার লোকের রক্ত ও প্রায় ২ হাজার ছাত্র-জনতা জীবন দেয়নি।
তিনি আরও বলেন, গণহত্যার বিচার এবং শেখ হাসিনা ঘটিত ট্রাইব্যুনালের মাধ্যমে শহীদ আমীরে জামায়াত মাও: মতিউর নিজামী সহ সকল শীর্ষ জাময়াত নেতৃবৃন্দর বিচারের নামে হত্যা করেছে, সেসব বিচারকসহ সংশ্লিষ্টরা সবাই খুনী, তাদের কোন মাপ হবে না। তাদের প্রত্যেকে বিচারের আওতায় আনতে হবে।
জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামী আয়োজিত শনিবার বিকেলে শহরের আরামনগরস্থ স্থানীয় আব্বাস আলী খাঁন মিলনায়তনে ষান্মাসিক রোকন (সদস্য) সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি'র বক্তব্য দেন বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাও: আব্দুর রহিম ও অধ্যাপক নজরুল ইসলাম।
জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী সেক্রেটারী হাসিবুল আলম লিটন, এ্যাড. মামুনুর রশীদ ও জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এসএম রাশেদুল আলম সবুজ, জেলা তারবিয়াত সেক্রেটারী মাও: মাহমুদুল হাসান, আর্দশ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট শহর শাখার ভারপ্রাপ্ত আমীর মাও: সাইদুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমীর মাও: ইমরান হোসেন,পাঁচবিবি উপজেলা আমীর সুজাউল করিম, আক্কেলপুর উপজেলা আমীর শফিউল হাসান দিপু, কালাই উপজেলা আমীর মাও: মুনসুর রহমান, ক্ষেতলাল উপজেলা আমীর মাও: রেজাউল করিম প্রমুখ।
প্রধান অতিথি রফিকুল ইসলাম খান আরো বলেন, জামায়াতে ইসলামী সকল ইসলামী দল এবং সমমনা দেশপ্রেমিক দলকে সঙ্গে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়।
বৃহত্তর ঐক্য গড়ে তুলে হায়েনাদের কবল থেকে দেশ ও জাতিকে মুক্ত করার লক্ষ্যে জামায়াত কাজ করে যাচ্ছে।
প্রধান উপদেষ্টাকে তাঁর দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, মানুষ বলতে শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার একটি দলের পকেটে ঢুকে গেছে।
আমরা মানুষের এই আশঙ্কার কথা বিশ্বাস করতে চাই না। পিআর পদ্ধতির জন্য প্রয়োজনে গণভোট দিতে হবে।
এ পদ্ধতি চালু হলে কালো টাকা ছড়াছড়ি থাকবে না এবং কোন কোন দল মনোনয়ন বাণিজ্য করতে পারবে না।
এজন্য জামায়াত ৫ দফা দাবি নিয়ে মাঠে নেমেছে। আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কা বিজয়ের লক্ষ্য নিয়ে দল মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে জামায়াত নেতাকর্মীদের কাজ করার আহবান জানান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/