প্রগতি -সমৃদ্ধি -উন্নয়ন শীর্ষক শিরোনামে অঙ্গীকার ফাউন্ডেশনের ১৮ বছরপূর্তি উপলক্ষে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলেন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দারিদ্র্য বিমোচনে কাজ করে যাবে অঙ্গীকার ফাউন্ডেশন।
২০ সেপ্টেম্বর শনিবার বিকেলে রাজধানীর প্রেসক্লাব সংলগ্ন মেট্টোলাউঞ্জে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রাজিয়া সুলতানা, প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নিরঞ্জন অধিকারী, আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান তালুকদার,দৈনিক স্বদেশ বিচিত্রা'র সম্পাদক প্রকাশক অশোক ধর,সিনিয়র সাংবাদিক মোঃ আকবর হোসেন ভূঁইয়া, বাংলাদেশ প্রেস ইউনিটির আহবায়ক ও সিনিয়র সাংবাদিক এফ রহমান রূপক, সাংবাদিক গোলাম নবী,তাপস কুমার রায়,সেলিম শেখ সহ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী মোহাম্মদ হুমায়ূন কবীর মুজিব (হুমায়ূন মুজিব)। অঙ্গীকার ফাউন্ডেশন"র ১৮ বছরপূর্তি উপলক্ষে সম্মাননা অনুষ্ঠানে বক্তারা বলেন প্রগতিশীল সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠনে অঙ্গীকার ফাউন্ডেশন ধারাবাহিক ভাবে কাজ করে যাবে। মুক্তিযুদ্ধের আদর্শিক ক্ষুধা মুক্ত সোনার বাংলা গঠনে ফাউন্ডেশন দৃঢ় প্রতিজ্ঞ।
গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন অধিকারী, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান তালুকদার, দৈনিক স্বদেশ বিচিত্রা সম্পাদক কবি অশোক ধর,বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান আক্তার,বাংলাদেশ প্রেস ইউনিটি আহবায়ক ও সিনিয়র সাংবাদিক এফ রহমান রূপক, প্রগতিশীল সমাজকর্মী গোলাম নওজব চৌধুরী পাওয়ার,প্রকৃতি অনুসারী ফিরোজ আলম,সেটেলমেন্ট অফিসার (অবঃ) তালেব আলী।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/