হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলব্রিজ এলাকায় সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
রোববার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৭ মিনিটে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ জংশনের সহকারী স্টেশনমাস্টার উত্তম কুমার দেব।
তিনি জানান, বিকল হওয়া ইঞ্জিন উদ্ধারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিলেটগামী পাহাড়িকা ট্রেন শায়েস্তাগঞ্জে পৌঁছালে এর ইঞ্জিন ব্যবহার করে পারাবত এক্সপ্রেসকে উদ্ধার করা হবে।
পারাবত ট্রেনের চালক আবু জাফর সিদ্দিকী বলেন, শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে যাওয়ার পর খোয়াই নদী পাড় হয়ে চলন্ত অবস্থায় ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। পরে দেখা যায় দুটি ফিউজ জ্বলে গেছে এবং ফ্যান বন্ধ হয়ে যাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে পড়ে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এই ঘটনার কারণে সিলেটগামী ও সিলেট থেকে ছেড়ে আসা সব ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/