জয়পুরহাট প্রতিনিধিঃ ''আমাদের গেছে যে দিন- একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি'' এই প্রতিপাদ্য নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে জয়পুরহাট জেলা ক্লাব এইটি ফাইভের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল থেকে স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে জয়পুরহাট জেলার ৮৫ ব্যাচের সকলকে নিয়ে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে নানান কর্মসূচি পালন করা হয়।
জয়পুরহাট জেলা ক্লাব এইটি ফাইভের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে বক্তব্য দেন- আশরাফুল আলম লিপু, মতিনুর রহমান, অধ্যক্ষ আলী হাসান মুক্তা, রানা কুমার মণ্ডল, ডা. জুয়েল হোসেন, ডা. মীর মুবিনুল ইসলাম, ইমাম হাসিম, এনামুল হক সরকার প্রমুখ।
কর্মসূচির মধ্যে প্রথম পর্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা ক্লাব এইটি ফাইভের সভাপতি আব্দুল আলীম বলেন, বন্ধুত্বের টানে শৈশবের মধুর স্মৃতিচারণায় ব্যতিক্রমধর্মী মিলনমেলার আয়োজন করা হয়েছে।
ব্যাচের সদস্যদের অনেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত। সকলকে একত্রিত করতে পেরে আমরা অনেক আনন্দিত।
আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়। পুনর্মিলনী অনুষ্ঠানের মাধ্যমে সকলের মধ্যে মেলবন্ধন রচিত হয়।
সুখ-দুখের স্মৃতি রোমান্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরো সুদৃঢ় হয়।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/