জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রতিটি মন্দির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সিসিটিভি ক্যামেরা বিতরণ করলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।
আজ শুক্রবার বিকেলে থানা সংলগ্ন তার নিজ বাস ভবনে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক ও প্রতিনিধিদের হাতে এসব সিসিটিভি ক্যামেরা তুলে দেন ফয়সল আলিমের পক্ষে তার নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি থানা বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হোসেন, পাঁচবিবি শহর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের স্বপন, জেলা বিএমপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোহসিন আলী সানো, সদর থানা ছাত্র দলের সাবেক সভাপতি হাসান উদ্দিন তুষার, জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বুলেট, জেলা যুব দলের সাবেক সদস্য আতিকুর রহমান সোহাগ, বেলায়েত হোসেন বেনু, জেলা ছাত্র দলের পাঠাগার বিষয়ক সহ সম্পাদক গোলাম সাকলায়েন সিজার, ছাত্রনেতা আল আমীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ফয়সল আলিম জানান, ধর্ম যার যার, উৎসব সবার। এই বিষয়টিকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি।
আর এ কারনেই এবারের শারদীয় দুর্গা উৎসবে প্রতিটি মন্দির নিরাপত্তার চাঁদরে ঢেকে দেওয়ার জন্যই আমাদের এই ছোট একটি উদ্যোগ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/