গাজীপুর সিটি করপোরেশনের (জেসিসি) কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। বুধবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।
কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. মিরাজুল ইসলাম জানান, সকালে জরুন এলাকায় ইসলাম গার্মেন্টসের টিনশেড ভবনে আগুন লেগে মুহূর্তের মধ্যেই কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর এবং ডিবিএল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত জানা যায়নি।
বৈশাখী নিউজ/ বিসি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/