যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যাও সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে। করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটির নিউইয়র্ক অঙ্গরাজ্যে গত ২৪ ঘণ্টায় ৫৬২ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন।
বৃহস্পতিবার নিউইয়র্কে মৃতের সংখ্যা ২ হাজার ৩৭৩ জন থাকলেও গত একদিনে তা বেড়ে এখন ২ হাজার ৯৩৫।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রে করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র হলো নিউইয়র্ক। শুধু ওই রাজ্যেই ১ লাখ বেশি মানুষের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত মানুষকে শনাক্ত করা হয়েছে।
নিউইয়র্কে বর্তমানে করোনায় আক্রান্ত ১ লাখ ২ হাজারের বেশি মানুষের মধ্যে ১৪ হাজার রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তের মধ্যে ৩ হাজার ৭০০ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন মাত্র ৮ হাজার ৮০০ জন।
বৈশাখী নিউজ/ ইডি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/