মহামারী করোনায় আক্রান্ত হয়ে ব্রিটেনে সোমবার আরও ৪৩৯ জনের মৃত্যু হয়েছে। খবর স্কাই নিউজ ও ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য বিভাগের। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৭৩ জনে।
এদিকে শুধু ইংল্যান্ডে করোনাভাইরাস সংক্রমণের পরে আরও ৪০৩ জন হাসপাতালের রোগী মারা গেছে। এ নিয়ে ইংল্যান্ডে মোট মৃত্যু ৪৮৯৭ জনের। ওয়েলসে মোট ২৭ জন মারা গেছে এবং সামগ্রিক সংখ্যা ১৯৩ এবং স্কটল্যান্ডে আরও দু’জনের মৃত্যু হয়েছে।
ইংল্যান্ডে মারা যাওয়া রোগীদের বয়স ৩৫ থেকে ১০৬ এর মধ্যে ছিল এবং তাদের মধ্যে ১৫ জনের কোনও অন্তর্নিহিত স্বাস্থ্যের অবস্থা জানা যায়নি। এর আগে গত বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন ৫৬৯ জন, শুক্রবার ৬৮৪জন, শনিবার ৭০৮ জন, রবিবার ৬২১ ও সোমবার ৪৩৯ জন।
বৈশাখী নিউজ/ এপি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/