দেশের সব শুল্ক স্টেশন ও কাস্টমস হাউস খোলা রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। করোনাভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আমদানি নিত্যপণ্য, জরুরি চিকিৎসা ও অন্যান্য সামগ্রী, শিল্পের কাঁচামাল, সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থার আমদানি করা মালামাল, মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, পোল্ট্রি, ডেইরি ও মৎস্য খাতের উপকরণ, কূটনৈতিক সুবিধায় আনা পণ্য, রপ্তানি ও ইপিজেড কার্যক্রম স্বাভাবিক রাখতে তাদের পণ্য খালাসের সুবিধার্থে সব শুল্ক স্টেশন ও কাস্টমস হাউস খোলা রাখার নির্দেশ দেওয়া হচ্ছে।
বৈশাখী নিউজ/ বিসি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/