মাদারীপুরে নতুন করে ২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা.শফিকুল ইসলাম। আক্রান্তরা সবাই মাদারীপুরের শিবচরের বাসিন্দা।
ডা.শফিকুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় মাদারীপুরে নতুন ২ জনসহ পুরানো সুস্থ হয়ে যাওয়া রোগী থেকে ৪ জন নতুন করে আবারো করোনায় আক্রান্ত হয়েছেন। মাদারীপুরে মোট ৮ জনকে আইসোলেশনে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার ঘটনা বাংলাদেশে এই প্রথম। করোনাভাইরাস আক্রান্ত ৪ জন গত মাসে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। আবার করোনাভাইরাস উপসর্গ দেখা দিলে তাদের মাদারীপুর সদর হাসপাতালের ভর্তি করা হয় এবং করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা আইইডিসিআর পাঠালে তাদের রেজাল্ট পজিটিভ আসে।
বৈশাখী নিউজ/ ইডি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/