বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণহানি অনেকটা কমেছে। আশার কথা, ২৪ ঘণ্টায় ৫ হাজারের মতো মৃত্যু রেকর্ড করেছে, জন হপকিন্স করোনাভাইরাস রিসার্চ সেন্টার। গত সপ্তাহজুড়ে এ সংখ্যা ছিল গড়ে ৭ হাজারের বেশি।
বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাস সংক্রমণে মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন দেড় হাজারের বেশি; নতুনভাবে সাড়ে ২৫ হাজার মানুষের শরীরে মিলেছে ভাইরাসটির উপস্থিতি।
এদিকে, প্রাণহানির দিক থেকে ২০ হাজারের কোঠা ছাড়িয়ে গেছে স্পেন; দেশটিতে একদিনে ৪শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপের শীর্ষ দেশগুলোয় কমে এসেছে মৃত্যুহার; রবিবার মারা গেছেন ১৭শ’র বেশি।
বিশ্বজুড়ে এখন পর্যন্ত এক লাখ ৬৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন করোনাভাইরাসে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২৪ লাখ।
বৈশাখী নিউজ/ ইডি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/