নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে জেলায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ২১০৪ জনের ফলাফলে পজিটিভ এসেছে। রোববার (২৪ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ ব্যক্তির সুস্থ হওয়ার তথ্যও জানান তিনি।
ডা. ইমতিয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৩ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ২১০৪ জনের ফলাফলে পজিটিভ এসেছে। জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসাবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ২১০৪ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৭২ জনের আর সুস্থ হয়েছেন ৬৮৯ জন।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/