যাত্রী না থাকায় চালু হওয়া অভ্যন্তরীণ তিনটি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বুধ ও বৃহস্পতিবারের ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে ১ জুন থেকে ৪ জুন পর্যন্ত ৪৬টি ফ্লাইট বাতিল করল বাংলাদেশ এয়ারলাইন্স।
বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম (পিআর) তাহেরা খন্দকার বলেন, ১ জুন তিনটি রুটে আসা-যাওয়া মিলিয়ে ১২টি ফ্লাইট পরিচালনার কথা থাকলেও আমরা ২টি ফ্লাইট পরিচালনা করতে পেরেছিলাম। যাত্রী না পাওয়ায় এর পর আর ফ্লাইট যায়নি। যাত্রী না থাকার কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রী পাওয়া সাপেক্ষে ফ্লাইট চালানো হবে।
তিনি জানান, তিনটি রুটের প্রতিটি রুটে সকাল-বিকাল ২টি করে ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নেয় বিমান কর্তৃপক্ষ। তিনটি রুটে ২টি করে ফ্লাইট হলে আসা-যাওয়া নিয়ে মোট ১২টি ফ্লাইট পরিচালনার কথা প্রতিদিন।
বৈশাখী নিউজ/ ইডি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/