প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অ্যাজমার সমস্যা নিয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইচএ) ভর্তি হয়েছেন। তিনি সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তবে হাসপাতাল থেকেই জরুরি ফাইলে সই করছেন তিনি।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান এক বার্তায় এসব তথ্য জানান।
প্রধান বিচারপতির অসুস্থতার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, প্রধান বিচারপতি সুস্থ আছেন। তার পুরনো অ্যাজমা সমস্যার কারণে তিনি সিএমইচএ ভর্তি হয়েছেন। চিকিৎসকরা যথারীতি পরীক্ষা করেন এবং দেখেন যে, তার দেহের সোডিয়াম লেভেল যা থাকা দরকার, তার থেকে কিছুটা নিচে নেমে গেছে। সে কারণেই তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণ এবং বিশ্রামে রাখা হয়েছে।
গত দুই দিনে প্রধান বিচারপতি হাসপাতালের কেবিনে থেকেই অন্তত ১০০ ফাইলে সই করেছেন বলে জানান সাইফুর রহমান।
প্রধান বিচারপতির স্বাস্থ্যগত বিষয়ে বিভ্রান্তি না ছড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
এদিকে বুধবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছেন, প্রধান বিচারপতির করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ তিনি করোনায় আক্রান্ত হননি।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/