মানবপাচারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
সোমবার (৮ জুন) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
র্যাব ডিজি বলেন, আমরা স্বাভাবিক সময়ে যেসব কার্যক্রম করে থাকি এ করোনার সময়েও তা করছি। আমাদের বাহিনীর সদস্যরা এ সময়ে মাদক, জঙ্গি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্রমাগতভাবে কাজ করে যাচ্ছেন।
লিবিয়ায় ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে তিনি বলেন, আমরা ইতোমধ্যে এ মানবপাচার চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছি। কাউকে ছাড় দেবো না। এ মুহূর্তেও আমাদের অভিযান চলছে।
বৈশাখী নিউজ/ফারজানা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/