বান্দরবানের জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা।
তিনি জানান, কক্সবাজার পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় বৃহস্পতিবার বান্দরবানের ২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এরা হলেন- জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম এবং হিলভিউ বেসরকারি হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) মো: কামরুল।
এ নিয়ে বান্দরবান জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৮ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।
অতিরিক্ত জেলা প্রশাসক মো: শামীম হোসেন বলেন, মহামারি করোনাভাইরাসের সংক্রমনের প্রথম থেকেই জনগনের সেবায় মাঠে ছিলেন জেলা প্রশাসক।
সরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কষ্ট করেছেন। মাঠে কাজ করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/