বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক সালাহউদ্দিন আহমেদ সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বেতারের অনুষ্ঠান বিভাগের শীর্ষ কর্মকর্তা। বিসিএস (তথ্য) ক্যাডারের নবম ব্যাচ থেকে তিনি বাংলাদেশ বেতারে যোগদান করেন। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।
রবিবার বিসিএস তথ্য সার্ভিস অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক জ্যোতির্ময় গোলদার এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই বাংলাদেশ বেতার দেশের প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে নগরবাসীর জন্য ১৪টি আঞ্চলিক কেন্দ্র এবং ৮টি বিশেষায়িত ইউনিটের একাধিক এ.এম এবং এফ.এম ব্যান্ডে সরকার নির্ধারিত বিভিন্ন স্বাস্থ্য নির্দেশনা নিরবচ্ছিন্নভাবে প্রচার করে আসছে।
কিছু লক্ষণ দেখা দিলে সালাহউদ্দিন আহমেদ এবং তার স্ত্রী গত ১২ জুন নমুনা পরীক্ষা করতে দিলে রবিবার তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়। তিনি মানসিক ও শারীরিকভাবে সুস্থ আছেন এবং দেশবাসীর কাছে আশু রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/