নওগাঁর পোরশা নীতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক রাখালের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) ভোরে সীমান্তের ২২৭ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
নিহত রাখালের নাম সুভাস রায় (৩৭)। সে উপজেলার তুরিপাড়া গ্রামের ভুলু রায়ের ছেলে বলে জানা গেছে।
জানা যায়, রোববার রাতে নীতপুর সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতের অভ্যন্তরে ৮-১০জন রাখাল গরু নিতে যান। সোমবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ২২৭ নম্বর পিলারে ভারতের অভ্যন্তরে তাদের লক্ষ্য করে গুলি চালায় আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যরা।
এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সুভাস। এছাড়া তার সহযোগীরা কে কোথায় আছেন তা জানার চেষ্টা চলছে।
১৬ বিজিবি নীতপুর ক্যাম্পের সুবেদার আনিছুর রহমান বলেন, প্রায় দুই কিলোমিটার ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে বলে শুনেছি। এছাড়া আরও কেউ আহত আছে কি-না খোঁজ নেয়া হচ্ছে। ঘটনার পর বিএসএফর সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/