জাতীয় সংসদের নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার শাশুড়ি হোসনেয়ারা সিরাজের নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছে।
আজ সকালে নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন জানান, বিষয়টি আমি শুনেছি। খুলনা ল্যাবে তার করোনা পজিটিভ এসেছে। তবে, অফিসিয়ালি আমাকে জানানো হয়নি।
তিনি আরো বলেন, “তাকে রোববার থেকে নড়াইলের নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তিনি সুস্থ্ আছেন।”
এ নিয়ে জেলায় ৮ জন ডাক্তার ও ১৪ জন হাইওয়ে পুলিশের সদস্যসহ মোট ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন। এর মধ্যে ৮ ডাক্তারসহ ২৩ জন সুস্থ হয়েছেন। দুইজন মারা গেছেন।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/