প্রাণঘাতী করোনাভাইরাস সংকটের মধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের চিন্তা করাটা অবাস্তব বলে জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস।
তিনি বলেন, যদিও এখনও বিশ্বকাপ বাতিল বা স্থগিত করা হয়নি। তবে ১৬ দল নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে আসরটির চিন্তা করাটা অবাস্তব ব্যাপার। কেননা বেশিরভাগ দেশই করোনা বিরুদ্ধে এখনও লড়ছে। ফলে এটা আসলে অনেক কঠিন একটা বিষয়।
সূচী অনুযায়ী আগামী ১৮ অক্টোবর বিশ্বকাপ শুরু হয়ে ১৫ নভেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। আর টুর্নামেন্ট কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল ঠিক সময়ে আসরটি আয়োজন নিয়ে তারা পরিকল্পনা করছে।
তবে কোভিড-১৯ এর কারণে বিশ্বের বিভিন্ন দেশে এখনও লকডাউন চলছে। ভ্রমণের ওপরও বিভিন্ন দেশে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/