এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় ভাই ও কুমিল্লার লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ।
সোমবার (১৫ জুন) রাতে তার করোনা শনাক্তের রিপোর্ট আসে। আজ (মঙ্গলবার) রাত ৮টার দিকে তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন অর্থমন্ত্রীর ছোট ভাই ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান গোলাম সারওয়ার।
তিনি জানান, গতরাতে তার বড় ভাইয়ের করোনা পজেটিভ আসে। তিনি সুস্থ আছেন। জ্বর ছাড়া তার শরীরে আর কোনো উপসর্গ নেই।
জানা যায়, গত ১৪ জুন উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ারের সরকারি গাড়ি চালক আব্দুর রাজ্জাক করোনায় আক্রান্ত হন। পরদিন সকালে উপজেলা চেয়ারম্যানসহ তাদের বাড়ির সাত সদস্যের নমুনা সংগ্রহ করা হয়। রাতেই জানানো হয় আবদুল হামিদের করোনা পজিটিভ। এরপর থেকেই্ তিনি হোম আইসোলেশনে আছেন।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/