চলে গেলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা কে আর সচিদানন্দন। বৃহস্পতিবার (১৮ জুন) কেরালার থ্রিসুরের একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
ভারতীয় গণমাধ্যম জি নিউজ জানায়, সম্প্রতি হাঁটুতে অস্ত্রোপচার হয় সচিদানন্দনের। অস্ত্রোপচারের পর মঙ্গলবার হৃদযন্ত্র বিকল হয় যায় দক্ষিণের ওই পরিচালকের। এরপরই থ্রিসুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে ভর্তির পরপরই তার অবস্থা বিগড়তে শুরু করে। বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় সচিদান্দনের।
আইনজীবী সচিদানন্দনের ফিল্মি কেরিয়ার শুরু হয় ২০০৭ সালে। ওই সালে চকোলেট সাফল্য পায় এক অন্য মাত্রায়। সচিদানন্দনের মৃত্যুতে দক্ষিণী সিনেমা জগতে শোকের ছায়া নেমে এসেছে।
সম্প্রতি মৃত্যু হয় দক্ষিণের জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিবী সরজার। চিরঞ্জিবী সরজার মৃত্যুর পর শোকের ছায়া নেমে আসে গোটা কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি জুড়ে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/