সুশান্তের ভক্তদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, ওনাদের আবেগটা বুঝুন। সোশ্যাল মিডিয়ায় নিজের ভক্তদের কাছে এমনই আর্জি করলেন সালমান খান। শনিবার (২০ জুন) রাতে একটি টুইট করে নিজের ভক্তদের শান্ত থাকার আবেদন করেন বলিউড অভিনেতা।
সালমান টুইটারে লেখেন, আমার সমস্ত ভক্তদের আর্জি সুশান্তের ভক্তদের পাশে দাঁড়ান। ওদের সম্পর্কে কোনও খারাপ ভাষা ব্যবহার করবেন না। বরং আবেগটা বোঝার চেষ্টা করুন। ওর পরিবার ও ভক্তদের পাশে দাঁড়ান। কারণ তারা তাদের ভালোবাসার ও কাছের মানুষকে হারিয়েছেন। যন্ত্রণাটা বুঝুন।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণের অভিযোগ উঠেছে। আর যাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তাদের মধ্যে সালমান খান অন্যতম। কিছু লোকজন সোশ্যাল মিডিয়ায় সালমান খানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন।
তাদের অভিযোগ, সালমান ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্রমাগত স্বজনপোষণ করে গিয়েছেন। এমনকি সালমানের কারণেই নাকি সুশান্ত বহু জায়গায় কাজ পাননি, এমন অভিযোগও করেছেন কেউ কেউ।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/