চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী নভেল করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত গভীর রাতে তার ছেলে ফেরদৌস ওয়াহেদ তৃপ্ত আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।
তৃপ্ত জানান, চলমান সংসদ অধিবেশনে যোগ দিতে মা ঢাকায় এসে ন্যাম ভবনের বাসায় ওঠেন। এরপর ১৪ দিন কোয়ারেন্টাইনে থেকে সংসদ অধিবেশনে যোগ দেন। তবে গত কয়েক দিন হালকা জ্বরে আক্রান্ত হওয়ায় সংসদ ভবনের নির্ধারিত মেডিকেল সেন্টারে নমুনা দেন। সেই রিপোর্ট পজিটিভ আসে।
জেসী এখন তার ন্যাম ভবনের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানান তৃপ্ত। ন্যাম ভবনে অবস্থান করা পরিবারের সকলে কোয়ারেন্টাইনে রয়েছেন।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/