রাজধানীর কমলাপুরের টিটিপাড়া মেথর পট্টি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে এনেছে।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১ টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ খান।
রাশেদ খান বলেন, কমলাপুরের টিটিপাড়া মেথরপট্টি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথমেই ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট পাঠানো হয় পরবর্তীতে আরও ইউনিট যোগ করা হয়। আগুন নিয়ন্ত্রণে মোট ১৩ টি ইউনিট কাজ করে। ৫০ মিনিটের চেষ্টায় পৌনে তিনটায় আগুন নিয়ন্ত্রণ আসে।
আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কোন ধারণা পাওয়া যায়নি।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/