চীনে নতুন করে বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ
চীনে নতুন করে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করেছে। দ্বিতীয় ধাপে সংক্রমণ শুরুর পর চীনের মূল ভূখণ্ডে গত ৪ দিনের মধ্যে শুক্রবার সর্বোচ্চ সংখ্যক মানুষের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। খবর রয়টার্সের।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আর ২১ জন করোনায় আক্রান্ত হয়েছে। বেইজিংয়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১৭ জন, যা আগের দিনের তুলনায় ১১ জন বেশি এবং ২০ জুনের পর থেকে সর্বোচ্চ।
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, ১১ জুন বেইজিংয়ে নতুন করে আবার করোনা রোগী শনাক্ত করা হয়। এর পর থেকে গতকাল পর্যন্ত শহরটিতে ২৯৭ জন আক্রান্ত হয়েছে।
এ পর্যন্ত চীনা মূল ভূখণ্ডে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৩ হাজার ৪৮৩ জন।চীনের মূল ভূখণ্ডে নতুন করে ১২ জন উপসর্গবিহীন (এসিম্পটোমেটিক) করোনা রোগী শনাক্ত হয়েছে। অথচ পাঁচ দিন আগেও তাদের মধ্যে জ্বরসহ কোনো শারীরিক লক্ষণ দেখা যায়নি।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী এই ভাইরাস। এর পর ব্যাপক আঘাত হানে চীনা মূল ভূখণ্ডে।
বৈশাখী নিউজ/ জেপা