চলমান সংসদের অষ্টম ও বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক সোমবার (২৯ জুন) আবার শুরু হচ্ছে। এদিন বেলা ১১টায় সংসদের বৈঠক বসবে।
প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহতা বেড়ে যাওয়ায় সংক্ষিপ্ত বাজেট অধিবেশন আরও সংক্ষিপ্ত করা হয়। ৩০ জুন আগামী অর্থবছরের বাজেট পাস হবে।
জানা যায়, সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৯৪ জন করোনায় আক্রান্ত। এ ছাড়া সেখানে কর্মরত ৮২ আনসার করোনায় আক্রান্ত হয়েছেন। আর রোববার (২৮ জুন) পর্যন্ত ১৭ জন এমপি-মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, ১০ জুন থেকে শুরু হয়েছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/