পানি সম্পদ প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ এ তথ্য জানান।
জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ বলেন, প্রতিমন্ত্রী করোনা পজেটিভ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে করোনা পজেটিভ হলেও তিনি সুস্থ আছেন।
প্রসঙ্গত, করোনাভাইরাস মহামরিতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে মারা গেছেন আরও ৩৮ জন। সেই সাথে ৪ হাজার ১৯ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন এক লাখ ৬৩ হাজার ২৭৭ জন। আর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২৬ জনে।
বৈশাখী নিউজ/ ফারজানা