ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন জেলার গতকাল শনিবার বজ্রপাতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এতে অন্তত ২৯ জন আহত হয়েছেন। খবর এনডিটিভি ও ইন্ডিয়া টুডে’র।
রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আলাহবাদে ৮ জন, মির্জাপুরে ৬ জন কাউশাম্বিতে ২ জন এবং জৈনপুরে ১ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে প্রয়াগরাজে ৯ জন, মির্জাপুরে ১০ জন এবং কাউশাম্বিতে ৪ জন গুরুতর দগ্ধ হয়েছেন বলে রাজ্যের এছাড়া ত্রাণ কমিশন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে এসব মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবার প্রতি ৪ লাখ রুপি করে দেয়ার নির্দেশও দেন।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/