করোনাভাইরাস মহামারী প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, চীন এ দুর্যোগ বন্ধ করতে পারতো। তারা তা করেনি।
করোনাসহ নানা বিষয় নিয়ে গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের অবণতি হয়েছে। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি ট্রাম্প আর নবায়ন করতে চান না বলেও ওই সাক্ষাৎকারে জানিয়েছেন।
ট্রাম্প বলেন, চীনের সঙ্গে সম্পর্ক মারাত্মকভাবে খারাপ হয়ে গেছে। গত বছরের ডিসেম্বনে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হয়। বর্তমানে চীনে করোনার প্রকোপ কমে এলেও করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটিতে মোট ৩২ লাখ ৯১ হাজার করোনায় আক্রান্ত হয়েছেন, এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ ৬০ হাজার। মারা গেছে ১ লাখ ৩৬ হাজার। সূত্র: ফোর্বস
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/