চট্টগ্রাম, সিলেট, যশোর ও সৈয়দপুরের ধারাবাহিকতায় আজ রোববার থেকে শুরু হচ্ছে ঢাকা-বরিশাল রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট। বিষয়টি নিশ্চিত করেন ইউএস-বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম।
তিনি বলেন, সব ধরনের স্বাস্থ্যবিধি পালন করে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিদিন ঢাকা থেকে বরিশাল একটি করে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিদিন বিকেল সোয়া ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বরিশাল বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে ইউএস-বাংলার ফ্লাইট। এ ছাড়া প্রতিদিন বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে বিকেল সাড়ে ৫টার দিকে। ঢাকা থেকে বরিশালের নূণ্যতম ভাড়া দুই হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
কামরুল ইসলাম বলেন, কভিড-১৯ মহামারিকালেও যাত্রীদের কথা বিবেচনা করে ইউএস-বাংলা অভ্যন্তরীণ রুটে গত ১ জুন থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/