তুরস্কের পূর্বাঞ্চলে একটি সামরিক গোয়েন্দা বিমান বিধ্বস্ত হয়ে দেশটির সাত নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু এক বিবৃতিতে বলেন, আমরা আমাদের সাতজন বীরকে হারিয়েছে, এর মধ্যে দুইজন পাইলট।
তুর্কি সংবাদমাধ্যম জানায়, দেশটির ভ্যান প্রদেশে পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় সাড়ে ছয়টার পর ভ্যান ফেরিত মেলেন বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
প্রাদেশিক গভর্নর মেহমেত আমিন বিলমেজ নিহত সাত কর্মকর্তার প্রতি শ্রদ্ধা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বৈশাখী নিউজ/ ইডি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/