জার্মানির ওয়েসেল সিটির এক বাড়ির ওপর বিমান আছড়ে পড়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এক শিশুসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাতে এ দূর্ঘটনা ঘটে। খবর এক্সপ্রেস’র।
স্থানীয় পুলিশ প্রধান পিটার জানিয়েছেন, জরুরি সেবার জন্য ফোন কল আসার পর উদ্ধার কাজে যান উদ্ধারকর্মীরা। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই প্রাপ্ত বয়স্ক। তবে তাদের মধ্যে দুইজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, ছোট ঐ বিমানটি মার্ল এলাকা থেকে যাত্রা করেছিল। দূর্ঘটনার পর থেকে বিমানের পাইলটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িটির ওপর বিমানটি ভেঙে পড়ায় ছাদ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৈশাখী নিউজ/ জেপা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/